Optocoupler কাকে বলে? Optocoupleকিভাবে কাজ করে? Optocouple কত প্রকার? ব্যাখ্যা ।
অপটোকাপলার (Optocoupler) কাকে বলে?
"অপটোকাপলার হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্ট যা কিনা দুটি আলাদা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে আন্তঃসংযোগ ঘটায় আলোর সেনসিটিভিটি কাজে লাগিয়ে।"
"An opto-coupler, is an electronic components that's interconnects two separate electronic circuits by means of a light sensitive optical interface."
Optocoupler |
অর্থাৎ আলোর কোন একটি উৎসকে কাজে লাগিয়ে দুটি পৃথক সার্কিটের মধ্যে সংযোগ স্থাপন করা। সাধারণত অপটোকাপলার গুলো আইসি আকারে বাজারে পাওয়া যায়। যার অভ্যন্তরীন ইনফারেড লাইট ইমিটিং ডায়োড ব্যবহার করা হয় আলোক উৎস হিসেবে এবং আউটপুট নিয়ন্ত্রনের জন্য ট্রানজিস্টর বা ট্রাইয়াক, এস.সি.আর ব্যবহার করা হয়। অপটোকাপলার কাজের ধরন অনুযায়ী বিভিন্ন রকম হয়। কিছু অপটোকাপলার শুধু ডিসি লোড কন্ট্রোলে ব্যবহার করা হয়, কিছু অপলোকাপলার এসি লোড কন্ট্রোলে ব্যহৃত হয়। যা নির্ভর করে অপটোকাপলারের মডেল ও পেকেজ ডিজাইনের উপর।
No comments