Header Ads

Header ADS

Optocoupler কাকে বলে? Optocoupleকিভাবে কাজ করে? Optocouple কত প্রকার? ব্যাখ্যা ।

অপটোকাপলার (Optocoupler) কাকে বলে?

                                                            "অপটোকাপলার হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্ট যা কিনা দুটি আলাদা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে আন্তঃসংযোগ ঘটায় আলোর সেনসিটিভিটি কাজে লাগিয়ে।"

"An opto-coupler, is an electronic components that's interconnects two separate electronic circuits by means of a light sensitive optical interface."


Optocoupler


                                           অর্থাৎ আলোর কোন একটি উৎসকে কাজে লাগিয়ে দুটি পৃথক সার্কিটের মধ্যে সংযোগ স্থাপন করা। সাধারণত অপটোকাপলার গুলো আইসি আকারে বাজারে পাওয়া যায়। যার অভ্যন্তরীন ইনফারেড লাইট ইমিটিং ডায়োড ব্যবহার করা হয় আলোক উৎস হিসেবে এবং আউটপুট নিয়ন্ত্রনের জন্য ট্রানজিস্টর বা ট্রাইয়াক, এস.সি.আর ব্যবহার করা হয়। অপটোকাপলার কাজের ধরন অনুযায়ী বিভিন্ন রকম হয়। কিছু অপটোকাপলার শুধু ডিসি লোড কন্ট্রোলে ব্যবহার করা হয়, কিছু অপলোকাপলার এসি লোড কন্ট্রোলে ব্যহৃত হয়। যা নির্ভর করে অপটোকাপলারের মডেল ও পেকেজ ডিজাইনের উপর।


অপটোকাপলারের ব্যবহারঃ

          অপটোকাপলারের কাজের ধরণ ডিসি রিলের মতন। সাধারণত অটোমেশন সার্কিটে অপটোকাপলারের প্রচুর ব্যবহার দেখতে পাওয়া যায়।  বিশেষ করে যেসব স্থানে সার্কিট চিপ করার প্রয়োজন হয় এবং দ্রুত সংযোগ স্থাপনের প্রয়োজন হয়, সেসব স্থানে অপটোকাপলার ব্যবহার করা হয়।


অপটোকাপলারের প্রকারভেদঃ

                                                কাজের ধরনের উপর নির্ভর করে অপটোকাওলারকে চার ভাগে ভাগ করা যায়। যথাঃ

1/ Photo Transistor Optocoupler
2/ Photo Darlington Transistor Optocoupler
3/ Photo TRIAC Optocoupler
4/ Photo SCR Optocoupler


1/ Photo Transistor Optocoupler:


Photo Transistor Optocoupler



2/ Photo Darlington Transistor Optocoupler

Photo Darlington Optocoupler


3/ Photo TRIAC Optocoupler


4/ Photo SCR Optocoupler









Data Sheet Download : Just click model name....
                  PC 816     LTV817   4N32   4N33   H21B1  H21B2  H21B3  IL420  4N35

No comments

Theme images by Bim. Powered by Blogger.