কিভাবে 16F877A মাইক্রোকন্ট্রোলার ট্রেইনার তৈরী করতে হয়?
কিভাবে 16F877A মাইক্রোকন্ট্রোলার ট্রেইনার তৈরী করতে হয়?
মাইক্রোকন্ট্রোলার ট্রেইনার বোর্ড তৈরী করতে হলে সবার প্রথমে জানতে হবে *মাইক্রোকন্ট্রোলার কি?
*মাইক্রোকন্ট্রোলার কিভাবে বায়াস করতে হয়?
মাইক্রোকন্ট্রোলার কি?
মাইক্রোকন্ট্রোলার শব্দের অর্থ দাড়ায় সুক্ষ নিয়ন্ত্রক। অর্থাৎ বুঝাই যাচ্ছে সুক্ষ কোন কিছুর নিয়ন্ত্রক হচ্ছে মাইক্রোকন্ট্রোলা। সাধারণ আমরা মাইক্রোকন্ট্রোলার বলতে ডিজিটাল কিছু আইসি কে বুঝে থাকি। যে আইসিগুলো মাইক্রোসেকেন্ড, মিলিসেকেন্ড অথবা সেকেন্ড সময়ে কোন একটি ডিভাইসকে সুইচিং করতে পারে।
মাইক্রোকন্ট্রোলার বায়াসিং কিভাবে করে?
মাইক্রোকন্ট্রোলার বায়াসিং এর একটি চিত্র নিচে দেওয়া হলো।
মাইক্রোকন্ট্রোলার ট্রেইনার বোর্ড তৈরীঃ
আমি এখানে আপনাদের য়েখাবো কিভাবে PIC 16F877A আইসি দিয়ে ট্রেইনা বোর্ড তৈরী করা।
উপরের চিত্রের মত ট্রেইনার বোর্ড তৈরী করার জন্য প্রয়োজন হবে পিসিবি বোর্ডের। উপরে সার্কিট অনুযায়ী আপনারা ভেরো বোর্ডএ ট্রইনার তৈরী করতে পারবেন। আমি আমার পিসিবি বোর্ডটি তৈরী করেছি http://www.jlcpcb.com থেকে। এই ওয়েব সাইটে অর্ডার করার জন্য Gerber ফাইলের প্রয়োজন হয়। এই পিসিবির Gerber ফাইলটি পেতে চাইলে এই লিংকে প্রবেশ করুন https://youtu.be/tpIZDV5NqpI লিংকে যাওয়ার ওর ভিডিওর ডেসক্রিপশন সেকশনে Gerber ফাইলটির লিংক পেয়ে যাবেন। আর যদি নিজেরা পিসিবি ডিজাইন করতে চান, তাহলে চলে যান। http://easyeda.com এ।
প্রয়োজনীয় পার্টসঃ
1/ PCB Board
2/ PIC 16F877A IC - 1p
3/ 40 Pin IC Base - 1p
4/ USB type B connector - 1p
5/ Crystal 20MHz -1p
6/ 104pf ceramic capacitor - 1p
7/ 1000uf, 25V capacitor - 1p
8/ power socket - 1p
9/ L7805 voltage regulator IC - 1p
10/ push button - 1p
11/ 10k Resistor - 1p
12/ 1k Resistor - 9p
13/ Yellow colour LED -1p
14/ RED colour LED - 9p
15/ Male to male IC header rail - 2 set
16/ Female to male IC header rail - 1set
No comments